Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মমতাকে নিয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, রোদ্দুর রায়ের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১০:৫১ এএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিতর্কিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব রোদ্দুর রায়ের বিরুদ্ধে আবারও মামলা করা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্য করার অভিযোগে থানায় মামলা করা হয়েছে।

পুলিশ বলছে, শনিবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দাবি করে চিৎপুর থানায় মামলাটি করেছেন ঋজু দত্ত।

এ ব্যাপারে ঋজু দত্ত ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, তদন্ত শুরু হয়েছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ তাঁকে ডেকেছিল।

জানা গেছে, ঋজু দত্তের অভিযোগ, রোদ্দুর রায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সম্পর্কে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার নগরপালসহ কলকাতা ও রাজ্য পুলিশ প্রশাসনকেও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ