Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহামারির পর প্রথম বিদেশি হজযাত্রী দলকে স্বাগত জানালো সউদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০০ এএম

করোনাভাইরাস মহামারির পর প্রথম বিদেশি হজযাত্রী দলকে স্বাগত জানালো সউদী আরব। প্রথম দলটি ইন্দোনেশিয়া থেকে গতকাল মদিনায় পৌঁছেছে। প্রায় দুই বছর পর হজযাত্রীদের সউদীতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সউদী আরবের হজমন্ত্রী মোহাম্মাদ আল-বিজাওবী রাষ্ট্র পরিচালিত টেলিভিশন আল-আখবারিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘মহামারির কারণে দুই বছরের বাধার পর সউদী আরবের বাইরে থেকে অতিথিদের গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত আমরা। মালয়েশিয়া ও ভারত থেকেও অনেক ফ্লাইট আসবে’। বিদেশি হজযাত্রীদের সউদী আরবে থাকার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
২০১৯ সালে পবিত্র হজ পালনে সউদী আরবে সমবেত হয় সাড়ে ২৫ লাখ হজযাত্রী। সে বছরের শেষ দিকেই চীনের উহানে করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। ধীরে ধীরে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়তে থাকে। করোনার সংক্রমণ রোধে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ২০২০ সালে মাত্র ১ হাজার হজযাত্রী নিয়ে হজের আয়োজন করে সউদী সরকার।
করোনার সংক্রমণ অনেকটাই কমে আসায় আবারও বিদেশিদের হজ পালনে সুযোগ করে দিয়েছে সউদী। এজন্য হজযাত্রীদের থাকতে হবে দুই ডোজ করোনার টিকা নেওয়া। ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড পিসিআর টেস্টের নেগেটিভ সনদ প্রদান করতে হবে।
এ বছর ১০ লাখ মানুষ হজে অংশে নেবেন। এদের মধ্যে ৮ লাখ ৫০ হাজার অর্থ্যাৎ ৮৫ শতাংশই বিদেশি। আর দেড় লাখ সউদীর নাগরিক অংশ নিচ্ছেন। হজে স্বাস্থ্যসেবা নিশ্চিতে ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের পাশাপাশি অন্যান্য এজেন্সিগুলো কাজ করে যাচ্ছেও বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ