Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়কে প্রাণ গেল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ৭:০৪ পিএম

গফরগাঁও উপজেলার পৌর শহরে সড়ক দুর্ঘটনায় আশরাফ সিদ্দিক বিল্লাল (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বিল্লাল হোসেন অটোরিকশাযোগে গফরগাঁও থেকে সপরিবারে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে পৌর শহরের জামাতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিল্লাল হোসেন মাথায় গুরুতর জখম হন। স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যায় ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে পরিস্থিতির অবনতি ঘটলে তাকে ঢাকাস্থ নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিকেলে আসর বাদ নামাজের জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ