মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট সহযোগী, অর্থ ব্যবস্থাপক, ব্যবসায়ীসহ একাধিক শীর্ষ সরকারি কর্মকর্তাতে লক্ষ্য করে দেয়া হয়েছে এ নিষেধাজ্ঞা।
আজ শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন রুশ ধনকুবের, রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন জাখারোভাও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।
এদিকে ইন্টারপোল প্রধান জুরগেন স্টক সতর্ক করেছেন, রুশ আক্রমণের পর ইউক্রেনে পাঠানো পশ্চিমাদের অস্ত্র যেকোনো মুহূর্তে অপরাধীদের হাতে চলে যেতে পারে।
আলোচনার টেবিলেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শেষ হবে বলে আশা করছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ।
এদিকে চলমান পরিস্থিতিতেই আজ শুক্রবার আফ্রিকার ইউনিয়নের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। খাদ্যশস্য সরবরাহ এবং রাজনৈতিক সহযোগিতাই থাকবে আলোচনার মূল বিষয়। সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।