প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়ক বুলবুল আহমেদ ও নাট্যাভিনেত্রী ডেইজি আহমেদ দম্পতির কন্যা অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ এখন অভিনয়ে অনিয়মিত। চার বছর আগে অভিনয়ে ফিরেছিলেন। পরপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন। পরবর্তীতে ভালো গল্পের নাটক না পাওয়ায় অভিনয় থেকে দূরে সরে যান। অভিনয়ে কেন অনিয়মিত এমন প্রশ্নের জবাবে ঐন্দ্রিলা বলেন, ‘একটি বিদেশী প্রতিষ্ঠানে এখন পার্টটাইম চাকুরী করছি। পাশাপাশি সংসার, সন্তান নিয়ে বেশ ব্যস্ত থাকতে হয়। এর মধ্যে যে নাটকের অফার আসে না, তা নয়। কিন্তু ভালো মানের স্ক্রিপ্ট পাচ্ছি না। মনের মতো স্ক্রিপ্ট আর চরিত্র পেলে অবশ্যই সবকিছু ম্যানেজ করে অভিনয় করবো। শুধু অভিনয়ে নিয়মিত থাকার জন্য অভিনয় করতে চাইনা। তবে অভিনয় করতে চাই। অভিনয়কে আমি ভালোবাসি। টিভি নাটকে ঐন্দ্রিলা প্রথম অভিনয় করেন ১৯৮৮ সালে। মাত্র চার বছর বয়সে প্রাইজবন্ডের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন ঐন্দ্রিলা। বড় হযে তিনি আফজাল হোসেনের নির্দেশনায় সানক্রেস্ট’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এরপর আরো বহু বিজ্ঞাপনে মডেল হয়েছেন। ঐন্দ্রিলা বেশ ভালো গানও গাইতে জানেন। বাসায় কাজের ফাঁকে গানের চর্চা চালিয়ে যেতে চেষ্টা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।