প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনয়ের পাশাপাশি উপস্থাপিকা হিসেবে ঐন্দ্রিলার ব্যাপক পরিচিতি রয়েছে। অভিনয়ে অনিয়মিত হলেও উপস্থাপনায় বেশ সরব। বিশেষ করে রান্না-বান্নার অনুষ্ঠান উপস্থাপনায় তিনি খ্যাতি অর্জন করেছেন। বাংলাভিশনে তার উপস্থাপনায় রান্না বিষয়ক অনুষ্ঠান ‘সেফ’স কিচেন’ বেশ দর্শকপ্রিয়তা পায়। এছাড়া নাগরিক টিভিতে তার উপস্থাপনায় ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠান প্রচারিত হয়। তার আগে এসএটিভি এবং চ্যানেল আইতেও একই ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা করেন ঐন্দ্রিলা। তবে অভিনয় ও উপস্থাপনার পাশাপাশি ঐন্দ্রিলা গানও গেয়ে থাকেন। সম্প্রতি ‘শেষের কবিতা’ নামে একটি মৌলিক গান গেয়েছেন। গানটি লিখেছেন ফয়সাল আহমেদ এবং সুর করেছেন আমজাদ হোসেন। ঐন্দ্রিলা বলেন, আগেও বেশকিছু মৌলিক গান করা হয়েছে। বিশেষ করে নাটকে গান করেছি। তবে আয়োজন করে এবারই প্রথম আমার মৌলিক গান করা। গানের কথা ও সুর আমার কাছে ভালো লেগেছে। আশা করছি গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে। এদিকে করোনার কারণে অব দুই সন্তানের কথা চিন্তা করে অভিনয় করা থেকে বিরত আছেন ঐন্দ্রিলা। পরিস্থিতি স্বাভাবিক হলে অভিনয়ে ফিরবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।