প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘জিয়নকাঠি’ ধারাবাহিকের ঐন্দ্রিলা শর্মা একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি আসন্ন এই ফিল।মটিতে আদৃত রায়ের বিপরীতে অভিনয় করবেন। ফিল্মটির কাহিনী রিয়েলিটি শোতে অংশগ্রহণকারী এক তরুণীর; এই ভূমিকায় অভিনয় করবেন ঐশানি দে। ঐন্দ্রিলা রিমি নামে এক জেদি আর মুক্তমনা তরুণীর ভূমিকায় অভিনয় করবেন। চলচ্চিত্রটি পরিচালনা করবেন একাধিক ধারাবাহিকের সফল ও নামি পরিচালক অমিত দাশ। পরিচালক অভিমন্যু মুখার্জি ফিল্মটির কাহিনীকার; তিনি ফিল্মটির ক্রিয়েটিভ পরিচালকের দায়িত্বও পালন করবেন। “আমি রিমি নামে এক মেয়ের ভূমিকায় অভিনয় করব। সে একটি প্রডাকশন হাউসে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করে। তার প্রেমিক আদি একজন ধারাবাহিক নির্মাতা; সে চলচ্চিত্র পরিচালক হবার স্বপ্ন দেখে। আদি ক্যারিয়ারে চড়াই উৎরাইয়ে অতিক্রম করছে। রিমি নিঃশর্তভাবে তার পাশে থাকে,” ঐন্দ্রিলা বলেন। ঐন্দ্রিলা এর আগে রাজ চক্রবর্তীর একটি ফিল্মে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছন। “এর আগে আমি ‘শেষ থেকে শুরু’তে জিত দা’র বোনের ভূমিকায় অভিনয় করেছি। এবারই প্রথম কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছি,” তিনি বলেন। সান বাঙলার ‘জিয়নকাঠি’তে ঐন্দ্রিলা সোমরাজ মাইতির বিপরীতে অভিনয় করছেন। ধারাবাহিক আর ফিল্মের কাজ একসঙ্গে কীভাবে করবেন জানতে চাইলে তিনি বলেন, “কঠিন তবে ম্যানেজ করে নিচ্ছি। আমার দুই টিমের সবাই খুব সহায়তা করছে। এখন ফিল্মের শুটিং করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।