Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যান্সারে আক্রান্ত ‘জিয়নকাঠি’র ঐন্দ্রিলা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ৩:০৫ পিএম
ক্যান্সারে আক্রান্ত টলিপাড়ার চেনা মুখ, ‘জিয়নকাঠি’ ধারাবাহিকের মুখ্য চরিত্র ঐন্দ্রিলা শর্মা। তার ইনস্টাগ্রাম থেকে জানা যায় তেমনটাই। আপাতত দিল্লির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ঐন্দ্রিলা। সেখানেই চিকিৎসা চলছে তার।
 
দিন কয়েক ধরেই ঘাড়ে অসহ্য ব্যথা হতে শুরু করে ঐন্দ্রিলার। এর পরেই ডাক্তারি পরীক্ষায় ফুসফুসে টিউমার ধরা পড়ে ঐন্দ্রিলার। তড়িঘড়ি দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাকে। হয় বায়োপসিও। সেই কথা জানিয়েই নিজের ইনস্টা প্রোফাইল থেকে লাইভে এসেছিলেন ঐন্দ্রিলা। কথা বলতে বলতে কান্নায় ভেঙেও পড়েন অভিনেত্রী। অনুরাগীদের অনুরোধ করেন তার জন্য প্রার্থনা করতে। কিন্তু এর খানিক পরেই ঐন্দ্রিলার ইনস্টা স্টোরিতে লেখা হয়, “ঐন্দ্রিলার আবারও ক্যানসার ধরা পড়েছে”। এ কথা প্রকাশ্যে আসতেই মন ভাল নেই টলিপাড়ার।
 
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে ক্যানসার ধরা পড়েছিল ঐন্দ্রিলার। কেমো-রেডিয়েশনের পর সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। চুটিয়ে করছিলেন অভিনয়ও। ফের একবার তার ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছেন ভক্তরাও। ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করছেন তারা। অন্যদিকে অভিনেত্রীর এই চরম দুঃসময়ে পাশে রয়েছেন ‘প্রেমিক’ সব্যসাচী চক্রবর্তী, ছোটপর্দার বামা।
 
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) ঐন্দ্রিলা তার ইনস্টাগ্রাম থেকে ‘ফল্ট ইন আওয়ার স্টার’ ছবির একটি পোস্টার শেয়ার করেছিলেন। ছবিতে মেয়েটি ক্যানসার আক্রান্ত। সেই পোস্টই নিজের স্টোরিতে শেয়ার করে সব্যসাচী লিখেছেন, “আমরা সব ঠিক করব। করবই”। ভক্তরাও পাশে থেকে সাহস জুগিয়ে যাচ্ছে অনবরত। ঐন্দ্রিলা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক– এখন এক জোটে চাইছে টলিপাড়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঐন্দ্রিলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ