প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘জিয়ন কাঠি’ ধারাবাহিকের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ক্যানসার আক্রান্ত হবার বিষয়টি আরেকবার নিশ্চিত হল। তিনি বর্তমানে দিল্লিতে চিকিৎসা নেয়ার জন্য অবস্থান করছেন। এর আগে সংবাদ থেকে জানা গেছে তিনি এখানে সার্জারির জন্য এসেছেন। এই সময় তার ক্যানসারের পরীক্ষা হয় এবং জানা যায় তিনি রোগটিতে আক্রান্ত। বেশ কয়েকবছর আগে তার ক্যানসার নিশ্চিত হয় এবং সেই সময় তিনি কেমোথেরাপি নেন। সেই সময় তিনি সাময়িকভাবে সেরে ওঠেন। “আমরা চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষায় ছিলাম। মাত্র ২০ শতাংশ ঝুঁকি ছিল ম্যালিগনেন্সির। দুর্ভাগ্যক্রমে আবার ক্যান্সার নিশ্চিত হল,” ঐন্দ্রিলা বলেন। গত সপ্তাহে অভিনেত্রী কাঁধে ব্যথা অনুভব করতে শুরু করেন। দুদিন পর সপরিবারে তিনি দিল্লি যান। একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষার পর চিকিৎসকরা জানান তার ফুসফুসের টিউমার সার্জারি করে অপসারণ করতে হতে পারে। বহরমপুরের মেয়ে ঐন্দ্রিলার প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম অনেকের অনুপ্রেরণা। ক্যানসারে আক্রান্ত হয়েও তিনি সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন। ‘ঝুমুর’ ধারাবাহিক দিয়ে তার যাত্রা শুরু। এরপর ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা; এর জন্য তিনি মার্শাল আর্টসও শেখেন। সিরিয়ালের পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ সিনেমায় অভিনেতা জিতের বোনের ভূমিকায় দেখা যায় তাকে। এছাড়াও পরিচালক অমিত দাসের পরবর্তী সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।