Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কর্ণিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০২২, ১২:০৫ এএম

কয়েক দিন আগে সঙ্গীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তার পরপরই স্টেজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। পাশাপাশি নতুন গানও করছেন। তার সর্বশেষ গান ‘শাকালাকা মন’ আরটিভি মিউজিক থেকে গত ঈদে প্রকাশিত হয়। এবার নতুন চমক নিয়ে হাজির হয়েছেন তিনি। কর্ণিয়ার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘তোমাকে যে চাই’। বাঁধন ফিচারিংয়ে গানটি ভিন্ন ধাঁচের। কর্ণিয়া বলেন, ‘তোমাকে যে চাই’ গানটি অমি যেভাবে গাই সেভাবে করা। গানটি আমার নিজেরও মনে ধরেছে। ভিডিওতেও আমাকে দেখা যাবে। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে। এদিকে কর্ণিয়ার আরও কয়েকটি গান তৈরি হয়ে আছে। গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। কর্ণিয়া বলেন, কয়েকটি নতুন গান তৈরি হয়ে আছে। সুর ও সঙ্গীত করেছেন বেশ কজন সুরকার ও সঙ্গীত পরিচালক। গানগুলো একটি থেকে আরেকটির চেয়ে ভিন্ন ধারার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ