Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি চাইব আমার স্বামী যেন পাঁচ ওয়াক্ত নামাজ কয়েম করে -কর্ণিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

এ সময়ের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কর্ণিয়া তার প্রেম ও বিয়ে নিয়ে সম্প্রতি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। প্রেমে পড়া এবং প্রেমের প্রস্তাব নিয়ে তিনি বলেন, আমি প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলাম কলেজে। আর সেটা কম্পিউটারের ফ্লপির মাধ্যমে। আমার এক বন্ধু একটা ফ্লপি আমার হাতে দিয়ে বলে, আমি চলে যাওয়ার পর তুমি এটা খুলে দেখবা। ও চলে যাওয়ার পর আমি ফ্লপি কম্পিউটারে খুলে দেখি ও প্রেমের প্রস্তাব দিয়েছে। আমি খুশি হয়েছিলাম, কারণ আমিও মনে মনে তাকে পছন্দ করতাম। তবে নিজ থেকে কাউকে প্রেমের প্রস্তাব দেইনি। কারণ যদি সে আমার প্রস্তাবে সাড়া না দেয়। এই ভয়ে কাউকে প্রস্তাব দেয়া হয়নি। বিয়ের জন্য কেমন পাত্র চান, এমন প্রশ্নের জবাবে কর্ণিয়া বলেন, অবশ্যই তাকে সৎ হতে হবে। আর যেহেতু আমি মুসলমান, তাই আমি চাইব, সে যেন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে। এটা আমার খুব ভালো লাগে। কারণ আমি আমার বাবাকে দেখেছি, বড় মসজিদে গিয়ে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। তাই তার মতো ভদ্র মানুষ আমিও খুঁজি। আমার বাবা ছিলেন খুব শান্ত একজন মানুষ। আমি চাই, আমার হবু স্বামী খুব ভদ্র, শান্ত, নম্র-ভদ্র এবং অবশ্যই সৎ যেন হয়। উল্লেখ্য কর্ণিয়ার দেশের বাড়ি ঝিনাইদহ হলেও জন্ম নানার বাড়ি মাগুরায়। তার বেড়ে ওঠা ঢাকায়। এখানেই লেখাপড়া, গানবাজনা সবকিছু করেন। মায়ের কাছেই তার গানের হাতেখড়ি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ