Inqilab Logo

মঙ্গলবার , ৬ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ যিলক্বদ ১৪৪৪ হিজরী

নতুন গান করছেন কর্ণিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

বেশ কিছু নতুন গান করছেন এই সময়ের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কর্ণিয়া। স¤প্রতি তার নতুন একটি গানের ভিডিও নির্মিত হয়েছে। ‘অন্ধ প্রহর’ শিরোনামের গানটির কথা, সুর-সংগীত করেছেন সেতু চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন পি. সুপ্পু। কর্ণিয়া জানান, করোনার এই সময়ে বেশ কিছু নতুন গান তৈরি করেছি। এর মধ্যে একটি গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। সিলেটের মনোরম পরিবেশে গানটির দৃশ্যধারণ করেছি আমরা। আমি যে ধরনের গান করি তার থেকে অনেকটাই ভিন্ন ধাঁচের। পূজার পরপরই গানটি প্রকাশের পরিকল্পনা আছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে। এদিকে, করোনাকালে বিয়ে করেছেন কর্ণিয়া। বর নাবিল সালাউদ্দিন। ঘরোয়া আয়োজনে গত ২৭ জুলাই তারা বিয়ে করেন। কর্ণিয়া বলেন,গত ২৭ মার্চ বিয়ের কথা থাকলেও, করোনার কারণে ঘরোয়া আয়োজনে তা হয়েছে ২৭ জুলাই। কাছের আত্মীয়-স্বজনদেরও আমন্ত্রণ জানাতে পারিনি। তবে বিবাহোত্তর সংবর্ধনার হবে বেশ ঘটা করে। সেই আয়োজনাটা কবে হবে, তা এখনো বলতে পারছি না। তবে করোনার প্রকোপ কমলেই আয়োজন করবো। দেশের বাইরেও ঘুরতে যাবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ