Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টেজ শোতে ফিরেছেন সঙ্গীতশিল্পী কর্ণিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন সবকিছুই সচল হয়েছে। গানের স্টেজ শো-ও ধীরে ধীরে শুরু হয়েছে। শিল্পীরাও পারফর্ম করা শুরু করেছেন। ওপেন এয়ার কনসার্ট না হলেও ইনডোরে স্টেজ শো হচ্ছে। সঙ্গীতশিল্পী কর্ণিয়া বলেন, গত প্রায় দুই বছরে করোনা মহামারির কারণে শিল্পীরা যে ক্ষতির মুখে পড়েছেন, সেটা পুষিয়ে উঠতে সময় লাগবে। অনেক শিল্পী-মিউজিশিয়ান আর্থিক সংকটে পড়েছেন। আমরা চাই, এই মহামারি দূর হোক। সবাই সবার কাজের স্বাভাবিক গতিতে ফিরুক। তিনি বলেন, সব সেক্টরেই কাজ শুররু হয়েছে। শুধু আমরাই বঞ্চিত হয়েছি। স্টেজ আবার পুরোদমে শুরু হোক। শিল্পীরা ছন্দে ফিরুক এটাই চাই। আমি ঢাকা ও কক্সবাজারে কয়েকটি শো করেছি এরমধ্যে। বেশিরভাগই ইনডোরে হয়েছে। সামনেও কিছু শো রয়েছে। করোনা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে এখন। আশা করবো, ওপেন এয়ার কনসার্টেরও অনুমতি মিলবে শিগগিরই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ