প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রায় সারাবছর স্টেশ শো নিয়ে ব্যস্ত থাকেন এ প্রজন্মের আলোচিত গায়িকা জাকিয়া সুলতানা কর্ণিয়া। করোনার কারণে স্টেজ শো বন্ধ থাকায় এ ক্ষেত্রে তার ব্যস্ততা এখন কম। তবে বন্ধ নেই তার গান রেকর্ডিং। এ নিয়ে এখন বেশ ব্যক্ত কর্ণিয়া। ইতোমধ্যে বেশ কিছু গানের রেকর্ডিং করেছেন। কর্ণিয়া বলেন, কয়েকটি গানের কাজ শেষ করেছি। এরমধ্যে রয়েছে কিছু দ্বৈত গান। শেখ সাদীর সঙ্গে একটি গানের কাজ শেষ করলাম। এর শিরোনাম ‘ইচ্ছে হলে’। রবিউল ইসলাম জীবনের কথায় এর সুর ও সংগীত করেছেন মার্সেল। গানটির মিউজিক ভিডিও স¤পন্ন হয়েছে। পরিচালনা করেছেন সাইফুল ইসলাম রোমান। এতে সাদি ও আমি পারফরম করেছি। এর বাইরে একটি ওয়েব সিরিজে গেয়েছি। গাটিনর নাম ‘মনের বায়না’। এখানে আমার সহশিল্পী অয়ন চাকলাদার। গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। এছাড়া আরো কয়েকটি গান করে রেখেছি। এগুলোও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। কর্ণিয়া বলেন, বিভিন্ন ধরনের গান করছি। গতানুগতিক গান করতে চাই না। যে গানগুলোর অডিও শেষ করেছি সেগুলোর ভিডিওর কাজ শুরু করবো। আশা করছি, শ্রোতাদের ভালো কিছু গান উপহার দিতে পারবো। তিনি বলেন, গান রেকডিংয়ের পাশাপাশি বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে গাইছি। আমার ইউটিউব চ্যানেলে লাইভ করছি। এদিকে কর্ণিয়া গত বছর বিয়ে করেছেন। তিনি বলেন, সংসার বেশ ভালো চলছে। যেহেতু আমার স্বামীও একজন মিউজিশিয়ান তাই আমাদের মধ্যে বোঝাপড়া ভালো। আগে একা একা পরিকল্পনা করতাম, এখন দুজন মিলে সব পরিকল্পনা করি। কি গান করবো, ভিডিও কেমন হবে, প্রকাশের বিষয়সহ সবকিছু দুজন একসঙ্গে সিদ্ধান্ত নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।