Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোয় হ্যারিকেন ‘আগাথা’র আঘাতে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০২২, ৯:৪১ এএম

মেক্সিকোতে হ্যারিকেন আগাথার আঘাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও ৩৩ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার হ্যারিকেন আগাথা মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। মৌসুমি এই হ্যারিকেনের আগে এবং পরে হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে ওই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
ওয়াক্সাকায় আলেজান্দ্রো মুরাত বলেছেন, হতাহত এবং নিখোঁজ লোকদের এই সংখ্যা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজ এবং মৃতের উভয় সংখ্যাই বাড়তে পারে। স্থানীয় লোকজনদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
এক ভিডিও বার্তায় আলেজান্দ্রো মুরাত বলেছেন, ‘সবাইকে নিরাপদে রাখাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে ভূমিধস ও বন্যার সম্ভাবনা রয়েছে।’ সূত্র : আল জাজিরা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেক্সিকো


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ