Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিহত অন্তত ১৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ১১:২০ এএম | আপডেট : ৪:৪৪ পিএম, ২ জানুয়ারি, ২০২৩

মেক্সিকোর সীমান্ত শহর জুয়ারেজের একটি কারাগারে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় রোববার সকালে এ হামলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেছেন, নিহতদের মধ্যে ১০ জন নিরাপত্তাকর্মী রয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। এ ছাড়া হামলার সময় ২৪ জন বন্দী পালিয়ে গেছেন।
তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। প্রসিকিউটর আরও বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলাকারীরা সাঁজোয়া যানে করে স্থানীয় সময় সকাল ৭টার দিকে কারাগারে এসে গুলি চালিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই একই সময়ে শহরের অন্য এক জায়গায় আরেকটি হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।
এ হামলার কিছু সময় আগে মেক্সিকো কর্তৃপক্ষ পৌর পুলিশের ওপর হামলার কথা জানিয়েছিল। সে সময় পুলিশ ধাওয়া করে চারজনকে আটক এবং একটি ট্রাক জব্দ করেছে। একই দিনে শহরের অন্য একটি অংশে আরও দুজন গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনাকেও কর্তৃপক্ষ সশস্ত্র হামলা বলে চিহ্নিত করেছে।
একই দিনে একাধিক হামলা একটির সঙ্গে আরেকটি সম্পর্কযুক্ত কি না, সে ব্যাপারে মেক্সিকো কর্তৃপক্ষ কিছু জানায়নি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স বলেছে, জুয়ারেজের ৩ নম্বর রাজ্য কারাগারে হামলার পর মেক্সিকোর সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
এর আগে গত বছরের আগস্টে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সদস্যদের মধ্যে কারাগারের সামনে সংঘর্ষ হয়েছিল। এতে ১১ জন নিহত হয়েছিলেন। নিহতদের বেশির ভাগই ছিলেন বেসামরিক মানুষ। সূত্র : রয়টার্স।



 

Show all comments
  • আলি ২ জানুয়ারি, ২০২৩, ১২:০৯ পিএম says : 0
    তখন প্রশাসন কি করছিল
    Total Reply(0) Reply
  • আলি ২ জানুয়ারি, ২০২৩, ১২:০৯ পিএম says : 0
    হে মহান আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ