মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় ‘আগাথা’ আঘাত হেনেছে। এতে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছে ২০ জন । ঝড়ের কারণে ভ‚মিধস ও বন্যা দেখা দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের রাজ্য ওয়াহাকার গভর্নর অ্যালেজান্দো মুরাত মঙ্গলবার এ কথা জানান। ইউ্এস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচকে) বলছে, প্রশান্ত মহাসাগরীয় প্রথম মৌসুমী ঘ‚র্ণিঝড় আগাথা ১৯৪৯ সালের পর আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল। উপক‚লীয় পর্যটক শহরটিতে আঘাত হানার পর এটি দূর্বল হয়ে মূল ভুখন্ডের দিকে অগ্রসর হয়। তবে এর প্রভাবে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে এখনও বৃষ্টি হচ্ছে। অ্যালেজান্দো মুরাত সংবাদ মাধ্যমকে জানান, ঝড়ের প্রভাবে মঙ্গলবার সকালেও প্রবল বৃষ্টি হয়। এতে নদীর ক‚ল প্লাবিত ও ভ‚মিধস দেখা দিয়েছে। ঝড়ের কারনে তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আটজন নিখোঁজ রয়েছে। উল্লেখ্য, ক্যাটাগরি টু হারিকেন হিসেবে আগাথা গত সোমবার ওয়াহাকার পুয়ের্তো এঞ্জেলের কাছে আঘাত হানে। আটলান্টিক ও প্রশান্তমহাসাগরে সৃষ্ট গ্রীষ্ম মন্ডলীয় ঝড় প্রায় নিয়মিতই মেক্সিকোয় আঘাত হেনে থাকে। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।