Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

এবার রবীন্দ্রসংগীত গেয়ে সমালোচিত হিরো আলম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুন, ২০২২, ১:৪০ পিএম

হিরো আলম মানেই আলোচনা-সমালোচনা। এসবকে তোয়াক্কা না করেই তিনি এগিয়ে চলছেন নিজের মতো করে। তুমুল সমালোচনা মুখে পড়েও নিয়মিত নতুন নতুন গান নিয়ে হাজির হন তিনি। একের পর এক জনপ্রীয় গান গেয়ে আলোচনায় আসা তার নিয়মিত ঘটনা। এবার রবীন্দ্রসংগীত গেয়ে সমালোচনার জন্ম দিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

কিছুদিন আগে ভারতের ‘কাঁচা বাদাম’ খ্যাত ভূবন বাদ্যকরের সঙ্গে ‘হাউ ফানি’ শিরোনামে গান করেন হিরো আলম। তার আগে গেয়েছিলেন রানু মন্ডলের সঙ্গেও। সেই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘আমারও পরানো যাহা চায়’ এবং ওপার বাংলার কিংবদন্তি শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও কণ্ঠে তুলেছেন তিনি। আর জনপ্রিয় গান দুইটি বেসুরে গেয়ে তোপের মুখে হিরো আলম।

পুরো গান প্রকাশের আগেই সামাজিক মাধ্যমে হিরো আলমের গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। যেখানে বেশির ভাগ মন্তব্যই পড়েছে নেতিবাচক।

যদিও হিরো আলম বলেন, ‘আমি কোনো সিঙ্গার বা শিল্পী না, সম্পূর্ণ বিনোদন দেওয়া চেষ্টা করি। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই ভালোবাসে, আমিও তার গানের ভক্ত। আমি সব ভাষাতে যেহেতু গান করেছি, তাই আমি চেষ্টা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান গেয়ে আপনাদের উপহার দেওয়ার জন্য। আমি যেহেতু বাঙালি আমারও বিশ্ব কবির গান গাওয়ার অধিকার আছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ