গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর কাকরাইলে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল চালক শহীদুল ইসলাম (৪৬) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। সেসামবার (৩০ মে) রাতে কাকরাইল মসজিদের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কাকরাইল মসজিদের মোড়ে একটি কাভার্ডভ্যান শহীদুল ইসলামকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত শহীদুলের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়। বাবার নাম আব্দুল করিম মণ্ডল। তিনি হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নে ছিলেন। প্রেষণে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, পুলিশ শাখা-১ কর্মরত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।