মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পর্যটকদের জন্য দুই বছর ধরে বন্ধ জাপানের দরজা। করোনা মহামারী স্তিমিত হয়ে আসায় অবশেষে ফুরাচ্ছে অপেক্ষা। বিশ্বের ৯৮টি দেশ ও অঞ্চলের জন্য জাপানের সীমান্ত খুলে দেয়া হচ্ছে। ঘোষণা অনুযায়ী, ১০ জুন থেকে বিদেশী পর্যটকরা যেতে পারবেন সূর্যোদয়ের দেশে। কভিড-১৯ বিধিনিষেধ শিথিলের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের জন্য খুলে দেয়া হলেও কিছু বিধিনিষেধ বলবৎ থাকবে। জাপান নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের সবচেয়ে কঠিন বিধিনিষেধ জারি করা দেশের মধ্যে একটি। টোকিও অলিম্পিক ২০২০ প্রায় এক বছর পিছিয়ে গত বছর অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর শুরু থেকেই বিদেশী পর্যটক আগমনে কড়াকড়ি আরোপ করে দেশটি। চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জাপানে প্রবেশের অনুমতি দেয়া হয়। এবার প্রায় ১০০ দেশের পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে দেশটি। বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১০ জুন থেকে ট্যুর গ্রুপ জাপানে ঢুকতে পারবে। দেখতে পারবে দেশটির দর্শনীয় স্থানগুলো। অনুমোদিত প্রায় ১০০ দেশ ও অঞ্চলের মধ্যে রয়েছে যুক্তরাজ্যও। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বিশ্বের দেশগুলোকে ঝুঁকি বিবেচনায় লাল, হলুদ ও নীল এ তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ২০২০ সালে কভিড-১৯-এর কারণে জাপান বড় পরিসরে বিদেশীদের জন্য দরজা বন্ধ করে দেয়। এতে ব্যাপক লোকসানের মুখে পড়ে দেশটির পর্যটন খাত। জাপানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পর্যটন খাতে ওই বছর পর্যটক কমে যায় ৯০ শতাংশ। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।