Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

২২ আরোহী নিয়ে নিখোঁজ নেপালের সেই উড়োজাহাজ বিধ্বস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ৯:৩১ এএম

পাঁচ ঘণ্টা নিখোঁজ থাকার পর ২২ আরোহীসহ হারিয়ে যাওয়া নেপালের উড়োজাহাজটির খবর পাওয়া গেছে। বিমানটি বিধ্বস্ত হয়েছে। তারা এয়ারলাইন্সের উড়োজাহাজটি ল্যামচে নদীর তীরে বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানায়।

নেপালের পোখরা থেকে জমসমে যাওয়ার সময় দেশটির বেসরকারি তারা এয়ারলাইন্সের উড়োজাহাজটি নিখোঁজ হয়। এতে ১৯ যাত্রী, তিন ক্রুসহ মোট ২২ আরোহী ছিল। উড়োজাহাজটিতে চার ভারতীয়, দুজন জার্মান ও নেপালের ১৩ জন ছিলেন।
নিখোঁজের পাঁচ ঘণ্টা পর উত্তর নেপালের ধাওয়ালাগিরি অঞ্চলের মুস্তাং জেলার কোয়াং গ্রামে উড়োজাহাজটির বিষয়ে জানা যায়।
নেপালের সামরিক বাহিনীর মুখপাত্র নারায়ন সিলওয়াল এএনআইকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য মতে, তারা এয়ারলাইন্সের উড়োজাহাজটি ল্যামচে নদীর তীরে বিধ্বস্ত হয়েছে। নেপাল আর্মি সড়ক ও আকাশপথে ঘটনাস্থলে পৌছেছে।’
পৃথিবীর সর্বোচ্চ পর্বতের দেশ নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা হরহামেশাই ঘটে থাকে। পরিবর্তনশীল আবহাওয়া এবং কঠিন পর্বত অবস্থানে কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিধ্বস্ত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ