মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাঁচ ঘণ্টা নিখোঁজ থাকার পর ২২ আরোহীসহ হারিয়ে যাওয়া নেপালের উড়োজাহাজটির খবর পাওয়া গেছে। বিমানটি বিধ্বস্ত হয়েছে। তারা এয়ারলাইন্সের উড়োজাহাজটি ল্যামচে নদীর তীরে বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানায়।
নেপালের পোখরা থেকে জমসমে যাওয়ার সময় দেশটির বেসরকারি তারা এয়ারলাইন্সের উড়োজাহাজটি নিখোঁজ হয়। এতে ১৯ যাত্রী, তিন ক্রুসহ মোট ২২ আরোহী ছিল। উড়োজাহাজটিতে চার ভারতীয়, দুজন জার্মান ও নেপালের ১৩ জন ছিলেন।
নিখোঁজের পাঁচ ঘণ্টা পর উত্তর নেপালের ধাওয়ালাগিরি অঞ্চলের মুস্তাং জেলার কোয়াং গ্রামে উড়োজাহাজটির বিষয়ে জানা যায়।
নেপালের সামরিক বাহিনীর মুখপাত্র নারায়ন সিলওয়াল এএনআইকে বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য মতে, তারা এয়ারলাইন্সের উড়োজাহাজটি ল্যামচে নদীর তীরে বিধ্বস্ত হয়েছে। নেপাল আর্মি সড়ক ও আকাশপথে ঘটনাস্থলে পৌছেছে।’
পৃথিবীর সর্বোচ্চ পর্বতের দেশ নেপালে উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা হরহামেশাই ঘটে থাকে। পরিবর্তনশীল আবহাওয়া এবং কঠিন পর্বত অবস্থানে কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।