Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির সময়ে বেড়েছে বেকারত্ব যুবাদের দিকে দৃষ্টি দেয়ার আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১২:০৩ এএম

ভারত জুড়ে নরেন্দ্র মোদি সরকারের আট বছর পূর্তি উৎসব শুরু করেছে বিজেপি। ওই আবহেই মোদি-জামানার বেকারত্বের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অর্থনীতিবিদ কৌশিক বসু। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) পরিসংখ্যান তুলে ধরে তিনি জানিয়েছেন, মোদি-আমলে দেশের তরুণ-যুবকদের (১৫ থেকে ২৪ বছর) বেকারত্বের হার ২৫ শতাংশে নেমেছে। ২০১৪ সালে ইউপিএ সরকারের আমলে এই হার ছিল ২১ শতাংশের কাছাকাছি। টুইটারে কৌশিক লিখেছেন, একটি ছবি যা ভারতের সবচেয়ে বড় সমস্যাকে তুলে ধরে যুব বেকারত্ব। দুঃখজনকভাবে-নীতিগতভাবে এর দিকে খুবই কম মনোযোগ দেয়া হচ্ছে। এর ফলে অর্থনীতির দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে। রাজনীতির দিক থেকে দৃষ্টি সরিয়ে এই সমস্যা সংশোধনের দিকে মনোনিবেশ করতে হবে আমাদের। মনমোহন সিংহের সরকারে মুখ্য আর্থিক উপদেষ্টার দায়িত্ব পালনকারী কৌশিক এর আগেও মোদী জমানায় দেশে যুব সমাজের বেকারত্বের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। মহামারী পর্বের ঠিক আগেই তিনি জানিয়েছিলেন, ২০১৬ সালে নোট বাতিলের সিদ্ধান্তের পরে ক্রমশ কর্মসংস্থানের সুযোগ কমেছে দেশে। আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সে সময় সিএমআইইয়ের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছিলেন, ভারতে ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার পৌঁছেছে ৩৭ শতাংশে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ