Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মার্টফোন কিনে না দেয়ায়...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ১২:০৩ এএম

দামি স্মার্টফোন কিনে না দেওয়ায় ১৮ বছর বয়সী এক ভারতীয় তরুণী সিলিং ফ্যানের মধ্যে হাত ঢুকিয়ে নিজের ক্ষতি করার হুমকি দেন বাবা-মাকে। অগত্যা হেল্পলাইন অভয়ম ১৮১ নম্বরে টেলিফোন করে সাহায্য চান ওই তরুণীর অভিভাবকরা। জানা গেছে, ওই তরুণী তার বাবা-মাকে একটি দামি অত্যাধুনিক মডেলের স্মার্টফোন কিনে দেওয়ার জন্য বায়না ধরেন। কিন্তু তার বাবা-মা সেটি প্রত্যাখ্যান করেন। সেকারণে নিজেকে কষ্ট দেওয়ার এই তরিকা বেছে নেন তিনি। মেডিকেলের প্রথম বর্ষের ছাত্রী ওই তরুণী এবং তার বাবা-মা আইনজীবী। তার পরিবার সচ্ছল এবং ছোটবেলা থেকেই সেরা জিনিসটা তারা তাদের কন্যা সন্তানকে দেওয়ার চেষ্টা করেন। অভিভাবকরা জানান, পরিবারের কিছু সদস্য বিদেশে স্থায়ী হওয়ায় তারা তাকে কিছু না কিছু উপহার পাঠাতে থাকেন। ওই উপহার পাওয়াটাই কাল হয়েছে তার জন্য এবং তাকে একগুঁয়ে করে তুলেছে। তারা আরও জানান, ওই তরুণীরে একটি স্মার্টফোন আছে। সেকারণে তারা নতুন আরও একটি ফোন কিনে দিতে রাজি হননি। এজন্য বাড়িতে রাগারাগিও করেন ওই তরুণী। এরপর, চলন্ত সিলিং ফ্যানে আঙুল ঢুকিয়ে দেন এবং আত্মহত্যার হুমকি দেন তার বাবা-মাকে।জিও নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ