Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টয়লেটে বসে গেমে মত্ত যুবক : পশ্চাৎদেশে সর্পদংশন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ২:৩৬ পিএম

টয়লেটে বসে মোবাইলে ভিডিও গেম খেলায় মত্ত যুবক। হঠাৎই পশ্চাৎদেশে তীব্র জ্বলন অনুভব করেন। পরে তিনি দেখতে পান তাকে সর্পদংশন করেছে। দুই সপ্তাহ পর ওই যুবক জানতে পারেন কামড়াতে গিয়ে সাপের দাঁতই ভেঙে গেছে! ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়।

নিউজউইকের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিন জানিয়েছে, সাবরি তাজালি নামের ওই যুবক টয়লেটে বসে মোবাইল ফোনে ভিডিও গেম খেলছিলেন, তখনই পশ্চাৎদেশে কামড় দেয় সাপটি। কিন্তু গেমে মত্ত যুবক কামড়ের পরও বুঝতে পারেননি কতটা ক্ষত হয়েছে। দুই সপ্তাহ পরে তিনি জানতে পারেন তার নিতম্বে দাঁতের ছাপ রেখে গেছে সাপটি।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে তাজালি বলেছেন, ‘দুই সপ্তাহ পর আমি ক্ষতস্থানটি পরীক্ষা করে দেখলাম, সাপের অর্ধেক দাঁত তখনও ক্ষতস্থানে ছিল। সম্ভবত ওর দাঁত ভেঙে গেছে কারণ আমি সাপটিকে জোরে ধাক্কা মারি।’


তাজালি প্রথম তার এই অভিজ্ঞতা শেয়ার করেন টুইটারে। ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক মুহূর্ত’ হিসেবেই মনে করছেন তিনি। সাবরি আরও জানিয়েছেন ঘটনাটি ঘটে গত মার্চ মাসে।

তাজালির বরাতে নিউজউইকের খবরে বলা হয়েছে, সাপটি বিষধর নয় জেনে এবং কামড়ের ফলে খুব ব্যথা না হওয়াতে স্বস্তি পেয়েছিলেন তিনি। দ্রুত স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টে ফোন করেন তিনি। তারাই এসে অজগরটিকে উদ্ধার করেন। পরে তাজালি হাসপাতালে গিয়ে অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশনও নেন।

তিনি জানান, তার পরিবার ৪০ বছর ধরে সেখানে বসবাস করছে। এ জাতীয় ঘটনা এই প্রথম। তাজালি জানান, তিনি এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে প্রায় দুই সপ্তাহ বাড়ির টয়লেট ব্যবহারই করেননি তিনি, পরিবর্তে একটি স্থানীয় মসজিদের টয়লেট ব্যবহার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ