Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিভোর্স দিয়েছেন স্ত্রী, হিরো আলমের দাবী সংসার ভাঙেনি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ মে, ২০২২, ৯:৩৩ এএম | আপডেট : ১১:১৭ এএম, ২৫ মে, ২০২২

সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত আলোচনায় আসা হিরো আলম এখন দাপিয়ে বেড়াচ্ছেন শোবিজ মিডিয়ায়। একের পর এক গান প্রকাশ করছেন। হয়েছেন সিনেমার নায়কও। এদিকে মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে মডেল নুসরাত জাহানের সঙ্গে পরিচয় হয় হিরো আলমের। তারপর প্রেম করে নুসরাতকে বিয়ে করেন। ভালোই চলছিল তাদের দু’জনের সংসার জীবন। হঠাৎ করে সাংসারিক বোঝাপড়া না হওয়ায় হিরো আলমকে ডিভোর্স দিয়েছেন তার স্ত্রী মডেল নুসরাত জাহান। হিরো আলমকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন নুসরাত।

এ বিষয়ে নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত রমজানে আমি তাকে (হিরো আলম) ডিভোর্সের চিঠি পাঠিয়েছি। এখন আমরা আলাদা থাকছি। তার সঙ্গে আসলে আমি সুখী ছিলাম না, সেও আমার সঙ্গে সুখী না। দুজনই অসুখী জীবন যাপন করছিলাম। তাই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নুসরাতের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন হিরো আলম। এর মধ্যে প্রতারণার অভিযোগ ও অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও ছিল। এ প্রসঙ্গে নুসরাত জাহান বলেন, ‘আমার ফেসবুক বা নানা রকম ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আলম ফেসবুকে পোস্ট করে অভিযোগ তুলছে, এসব একদমই ঠিক নয়। আমি এখন একা থাকি, আলাদা থাকি, আমি কি কাজ করব না? এসব নিয়ে সে বানোয়াট পোস্ট দিচ্ছে। ’

এই বিষয়ে হিরো আলম বলেন, ‘বছর খানেক ধরেই তো আমার সংসার ভেঙে যাচ্ছে বলে নিউজ হয়েছে। কই এখনো তো ভাঙল না। মাঝে কিছুদিন স্ত্রীর সঙ্গে রাগ অভিমান ছিল। প্রতিটি সংসারেই কিছু না কিছু ঝামেলা থাকে। আমার বেলাও তাই হয়েছে। কিন্তু সেটা আবার ঠিক হয়েও গেছে। আমার সংসার ভাঙেনি। আমরা ঠিক আছি। সামনে আমরা একসঙ্গে আবারও কাজ করব।’

এদিকে সম্প্রতি একটি গাড়ি কিনেছেন হিরো আলম। আর সেই গাড়ি কেনা নিয়ে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে মিস করছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া থেকে হটাৎ আলোচনায় উঠে আসেন হিরো আলম। এরপর বগুড়া থেকে ঢাকায় এসে একের পর মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ‘মার ছক্কা’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয়ের সুযোগ মেলে তার। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে হিন্দি সিনেমাতে ডানা মেলতে যাচ্ছেন আলোচিত এই অভিনেতা। এর আগে বগুড়ায় সুমি বেগম নামের এক নারীকে বিয়ে করেন তিনি। সেই সংসারে তাদের দুই সন্তানও রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ