মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংঘাত, সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লংঘনের কারণে বিশ্বে জোরপূর্বক জবরদস্তিতে বাস্তুচ্যুত হয়েছে ১০ কোটিরও বেশি মানুষ। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এ সংকটকে আরও তীব্র করেছে। একে ‘বিস্ময়কর মাইলফলক’ অ্যাখা দিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। সোমবার এক প্রতিবেদনে এখবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। জাতিসংঘের সংস্থাটি জানায়, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুতের অন্যতম কারণ ইউক্রেন যুদ্ধ। এছাড়া ইথিওপিয়া ও কঙ্গোতে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে অনেক মানুষ আশ্রয়হীন হয়েছে। ইউএনএইচসিআর আরও জানায়, ২০২১ সালের শেষ নাগাদ জোরপূর্বক বাস্তুচ্যুত লোকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল নয় কোটি। জাতিসংঘের শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বিবৃতিতে বলেন, ‘বিশ্বে রেকর্ডসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যা কখনোই উচিত নয়। নিরপরাধ মানুষদের বাড়িঘর ছাড়তে বাধ্য হওয়ার পেছনে যে ধ্বংসাত্মক দ্বন্দ্ব ও নিপীড়ন রয়েছে তা অবসানে সোচ্চার হতে হবে। এমন বাস্তুচ্যুত ইউক্রেন যুদ্ধসহ অন্যান্য মারাত্মক যুদ্ধের কারণে হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সংখ্যা আরও বাড়তে পারে, যদি সংঘাতের কারণে ধ্বংসযজ্ঞ না থামানো যায়। ৮০ লাখ লোক ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছেন আর ৬০ লাখের মতো লোক ইউক্রেন ছেড়ে অন্য দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।