Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সমঝোতা’ নয়, ইইউ’র পূর্ণ সদস্যপদ চায় ইউক্রেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০২২, ১০:৪৭ এএম

রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নে যোগদানের সর্বোচ্চ চেষ্টা করছে ইউক্রেন। যদিও দেশটির সদস্যপদ প্রাপ্তির বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানালেন, সমঝোতা নয়, ইইউ'র পূর্ণ সদস্যপদ চায় তার দেশ।

এক ভাষণে তিনি বলেন, ফ্রান্সের প্রস্তাবিত সম্প্রসারিত 'ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়' এর মত কোন কিছুতে নয়; বরং ইউক্রেনের দরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ যোগদানের পূর্ণ প্রার্থী হওয়া।

কিয়েভে সফররত পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্টার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, 'ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে ইউক্রেনের আবেদনের জন্যে কোন বিকল্প আমাদের দরকার নেই।' খবর ভয়েস অব আমেরিকার

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রো ৯ মে এক প্রস্তাব তুলে ইউক্রেনের ইইউ-এ যোগদানের বিষয়টি কঠিন করে তুলেন। তিনি প্রস্তাব করেন, ইউক্রেনের ইইউ এর পূর্ণ সদস্যপদ পেতে 'কয়েক দশক' লাগতে পারে এবং এর বদলে তাদের উচিৎ একটি 'ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ে' যোগদানের চেষ্টা করা, যা কিনা অনেকটা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের পূর্ববর্তী ধাপের মত।

ফেব্রুয়ারিতে, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে। ইউক্রেনের ইইউ এবং নেটোর প্রতি ঝুঁকে পড়া আক্রমণের কারণগুলোর একটি।

জুনের শেষ দিকে ইইউ সম্মেলনে ম্যাঁক্রোর 'ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়' উদ্যোগের বিষয়ে আলোচনা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট এও প্রস্তাব করেছেন যে, ব্রিটেনও এমন একটি গ্রুপের সদস্য হতে পারে। এক গণভোটের পর, ব্রিটেন নিজেদের ইইউ এর সদস্যপদ ত্যাগ করেছিল। তবে, কিছু কিছু ইউরোপীয় নেতা ইতোমধ্যেই এমন ভাবনার সমালোচনা করেছেন।

গত সপ্তাহে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নওসেদা বলেন, 'আমার ভাবনা হচ্ছে, এটা সদস্যপদ অনুমোদনের ব্যাপারে নিশ্চিত পদক্ষেপ নিতে প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছার অভাবকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা।'

ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও ম্যাঁক্রোর ভাবনার সমালোচনা করেন। তিনি বলেন, 'আমার প্রস্তাব হল, আমাদের ইতোমধ্যেই যে কাঠামোগুলো সফলভাবে কাজ করছে সেগুলোকে ভিত্তি ধরে আগানো, সেটা জি-সেভেন হোক বা ন্যাটো হোক।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ