Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর জালিয়াতি : এক লাখ ১০ হাজার ডলার জরিমানা দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মে, ২০২২, ৯:২৫ এএম

কর জালিয়াতির প্রয়োজনীয় হিসাব ও কাগজপত্র জমা না দেওয়ায় এক লাখ ১০ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

২০১৯ সাল থেকে নিউ ইয়র্ক প্রশাসন তাঁর বিরুদ্ধে বড় ধরনের কর জালিয়াতির তদন্ত চালিয়ে আসছে।
গত ২৫ এপ্রিল ট্রাম্পকে আদালত অবমাননার দায়ে দৈনিক ১০ হাজার ডলার পরিমাণ জরিমানা করেন নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট। কারণ আদালতের আদেশে প্রতিষ্ঠানের হিসাব ও করের কাগজপত্র জমা দেননি ট্রাম্প।

তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে বলা হয়, যত দিন নির্ধারিত নথি উপস্থাপন না করা হবে, তত দিন দৈনিক ১০ হাজার ডলার করে জরিমানা দিতে হবে।

ট্রাম্পের পারিবারিক ব্যবসার বিরুদ্ধে করা অ্যাটর্নি জেনারেল লেথিয়া জেমসের মামলায় এ আদেশ দেওয়া হয়। জেমসের দপ্তরের এক মুখপাত্র জানান, গত ১৯ মে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে এক লাখ ১০ হাজার ডলার জরিমানা পরিশোধ করেন ট্রাম্প।
বেশ কয়েক মাস ধরে এই অ্যাটর্নি জেনারেল ও রিপাবলিকান এই কোটিপতির মধ্যে এমন যুদ্ধ চলছে।
গত ১৭ ফেব্রুয়ারি ট্রাম্প এবং তাঁর সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও ইভাংকা ট্রাম্পকে আদালতে সাক্ষ্য দেওয়ার আদেশ দেওয়া হয়। সূত্র : এএফপি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ