Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় কাল বৈশাখী ঝড় শালিখায় ব্যাপক ক্ষতি

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ৪:৫৩ পিএম

মাগুরার শালিখা উপজেলায় শনিবার সকালে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।সাময়ীক ভাবে বন্ধ হয়ে গেছে অনেক স্থানের সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা ।২১ শনিবার সকালে মাত্র ৫ মিনিটের কালবৈশাখীর ছোবলে এঘটনা ঘটে। উজগ্রামের প্রধানমন্ত্রীর উপহারের ২ টি ঘরের চাল সম্পূর্ণ উড়ে গেছে,আংশিক ক্ষতি হয়েছে অন্য ঘর গুলোর। মাগুরা কৃষি ইনস্টিটিউট রামপুর শালিখা এর দুই কক্ষের দুইটি টিনের চালা উড়ে গেছে। সেওজগাতি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় টির একটি কক্ষের টিনের চালা দুমড়ে মুচড়ে উড়ে গেছে। একই গ্রামের পল্লী বিদ্যুতের ১১ট খুটি সম্পুর্ন উপড়ে পড়ে গেছে। ভেঙে গেছে অনেক গাছ পালা। ভাটোয়াইল গ্রামের চারটি বসত ঘর উড়ে গেছে। শ্রীহট্ট গ্রামের মোন্তাহার মোল্যার গোয়াল ঘর,সামছুল মোল্লার দোকান ঘর,ইউনুস মোল্লার দোকান ঘর,ইনায়েত মোল্লার দুইটি দোকান ঘর উড়ে গেছে।

উল্লেখযোগ্য পরিমান জমির কেটে রাখা পাকা ধান উড়িয়ে ছিড়িয়ে ফেলেছে। আম,লিচু, জামরুল সহ মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় সকালের কাল বৈশাখী ঝড়ে ক্ষেতর ফসল, গাছের আম বৃক্ষ সম্পদসহ মৌসুমী ফলের ক্ষতি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাপক ক্ষতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ