Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়ায় বন্যায় ব্যাপক ক্ষতি

প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় হাজার হাজার ভবনের ক্ষতি হয়েছে। অঞ্চলটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। গত রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হলেও প্রাণহানি কিংবা ক্ষতির সঠিক কোনো চিত্র তুলে ধরা হয়নি। সকল সেনা সদস্য ও বেসামরিক লোককে বন্যা উপদ্রুত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের সরকারি উপাত্তের কথা উল্লেখ করে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, তুমেন নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে ৬০ জন প্রাণ হারিয়েছে এবং ৪৪ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। এলাকাটি চীন ও রাশিয়ার সীমান্তের সঙ্গে আংশিক যুক্ত। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বরাত দিয়ে রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ‘হাজার হাজার’ বাড়িঘর ও সরকারি ভবন ধসে পড়েছে এবং রেলপথ ও রাস্তাঘাট ভেঙে গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বহু কারখানা ও বিস্তীর্ণ আবাদি জমি ধ্বংস বা পানিতে নিমজ্জিত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তর কোরিয়ায় বন্যায় ব্যাপক ক্ষতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ