Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থনীতিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

চীনে প্রবল বর্ষণে শতাধিক প্রাণহানি কয়েকশ’ বিমান ও ট্রেন যাত্রা বাতিল
ইনকিলাব ডেস্ক : চীনের উত্তরাঞ্চলে আকস্মিক প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে কিংবা নিখোঁজ হয়েছে বলে বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়েছে। বেইজিংয়ে গত মঙ্গলবার থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে। বন্যা আক্রান্ত শহরগুলোতে শত শত বিমান ও ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। বৃষ্টিতে সেন্ট্রাল চীনের নদীর বাঁধ হুমকির মুখে পড়েছে। কর্তৃপক্ষ ভারী সরঞ্জাম ব্যবহার করে বাঁধ রক্ষার চেষ্টা করছে। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বন্যায় চীনের অর্থনীতিতে কয়েক মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হতে পারে। পাশাপাশি আরও কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও উল্লেখ করেন। দুর্যোগ মোকাবিলায় কর্মকর্তারা দায়িত্ব পালনে গাফিলতি করলে কঠোর শাস্তি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। খবরে বলা হয়, তাৎক্ষণিকভাবে ২৪ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়েছে। তারা সবাই হেবেই প্রদেশের বাসিন্দা। এর আগে গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছিল, মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ হয়েছেন আরো ৭২ জন। অতি বৃষ্টিপাতের কারণে হেবেই প্রদেশের মোট ১১টি শহরের ২০ লাখের মত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে ওই অঞ্চলের ১ লাখ ২৩ হাজার বাসিন্দাকে। এদের অনেকেই উদ্বাস্তু শিবিরে আশ্রয় নিয়েছেন। প্রবল বৃষ্টিপাতের ফলে অনেক এলাকায় বন্যা ও ভূমিধসের ঘটনাও ঘটেছে। ফলে ধ্বংস হয়েছে ৭ হাজারের বেশি ঘরবাড়ি। বিনষ্ট হয়েছে ১০ লাখ ৪৮ হাজার হেক্টর জমির ফসল। ঝড়ো হাওয়া আর অবিরাম বৃষ্টিপাতের কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কে পানি জমে যাওয়ার কারণে বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। কোনো কোনো সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। হাঁটু পানিতে তলিয়ে গেছে হেবেই প্রদেশের রাজধানী শিজিয়াজুয়াংয়ের প্রধান সড়কটি। এদিকে উদ্বাস্তু শিবিরগুলোতে আশ্রয় নেয়া বন্যার্তদের মধ্যে তাঁবু ও খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করতে শুরু করেছে চীনের জাতীয় দুর্যোগ মোকাবেলা কমিশন। সিনহুয়া, বিবিসি, রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থনীতিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ