Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাল স্ট্যাম্প তৈরি : মতিঝিলে চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১০:২৩ এএম

অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প তৈরি করা চক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ মে) রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্ট্যাম্প ও কার্টিজ পেপার উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৯) দিবাগত রাতে হাইকোর্টে ডিভিশনসহ ঢাকার বিভিন্ন স্থানে জাল স্ট্যাম্প প্রস্তুত ও বিক্রির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তাররা হলেন— কেরানীগঞ্জের বাসিন্দা মো. মনির হোসেন ওরফে ইমরান (৪০), দেলোয়ার ওরফে আইকে দেলোয়ার (৩৫) ও কুমিল্লার পাখির আলী (৩১)।

সিআইডির দাবি, তারা পলাতক আসামি। দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে হাইকোর্টে জাল স্ট্যাম্প সরবরাহ করে আসছিল চক্রটি। কয়েক বছরে তারা এ ধরনের জাল স্ট্যাম্প সরবরাহের মাধ্যমে মোটা অংকের সরকারি রাজস্ব ফাঁকি দিয়েছে।



 

Show all comments
  • Md Rasel Sarkar ২১ মে, ২০২২, ১১:০১ এএম says : 0
    ধন্যবাদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার

১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ