Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকলীতে অস্রসহ গ্রেপ্তার ১

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১:২১ পিএম

কিশোরগঞ্জের নিকলীতে পাইপগান নিয়ে রকিল মিয়া (৪৩) নামে র‌্যাব হাতে গ্রেফতার হয়েছে । আজ (১৯) জুন দুপুরে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম নিকলী উপজেলার মজলিশপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক হওয়া রকিল মিয়া নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের আলীয়াপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে র‌্যাব- অপারেশনাল টিম এ অভিযান চালায়।মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান আরও জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় অস্ত্র সরবরাহ কথা স্বীকার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার

১১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ