বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুরে পৃথক দুই ঘটনায় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পিংড়ি ও গালুয়া পাকাপুল বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার পিংড়ি এলাকার বিপ্লব চন্দ্র মন্ডলের বাড়িতে মো. মোস্তফা হাওলাদার (৪৫) বৈঠকখানা নির্মাণের কাজ করছিল। হঠাৎ দুপুর ১২টার দিকে নির্মাণাধিন বৈঠকখানা ভেঙ্গে তার নিচে চাপা পড়ে আহত হয় মোস্তফা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মোস্তফা হাওলাদার একই এলাকার আব্দুল করিম হাওলাদারের ছেলে।
অপরদিকে শুক্রবার দুপুর ২ টার দিকে মো. শাহ-আলম হাওলাদার (৬৫) নামে এক পথচারী আহত অবস্থায় গালুয়া পাকাপুল এলাকা বরিশাল আঞ্চলিক মহাসড়কে পাশে পরে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় ও শাহ আলমের আত্মীয়রা প্রাথমিক ভাবে ধারনা করছে রাস্তা পারাপারের সময় গাড়ির সাথে ধাক্কা লেগে এই ঘটনা ঘটতে পারে। শাহ আলম উপজেলার বড় গালুয়া এলাকার মৃত নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, লাশ উদ্ধার করে পৃথক দুই ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা রুজু করে লাশ ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।