Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিপিইসিতে তুরস্কের অন্তর্ভুক্তি অঞ্চলের জন্য উপকারী : শাহবাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০২২, ১২:০২ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল তুরস্ককে বহু বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পে যোগদানের জন্য একটি প্রস্তাব উত্থাপন করে বলেছেন, ‘তুরস্কের অন্তর্ভুক্তির সাথে একটি ত্রিপক্ষীয় ব্যবস্থা’ এ অঞ্চলের জন্য উপকৃত হবে।
তুরস্কের ন্যাশনাল শিপ প্রজেক্ট (এমআইএলজিইএম)-এর কাঠামোর অধীনে অন্তর্ভুক্ত তৃতীয় জাহাজ পিএনএস বদর-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে আয়োজিত অনুষ্ঠানে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি এবং পাকিস্তান ও তুরস্কের বিপুল সংখ্যক নৌ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
২০১৮ সালের জুলাইয়ে পাকিস্তান নৌবাহিনী তুরস্কের রাষ্ট্র-চালিত প্রতিরক্ষা সংস্থা এএসএফএটি-এর সাথে চারটি এমআইএলজিইএম -শ্রেণীর জাহাজ অধিগ্রহণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। পরিকল্পনা অনুযায়ী দুটি করভেট তুরস্কে এবং পরবর্তী দুটি পাকিস্তানে নির্মিত হবে, যাতে প্রযুক্তি স্থানান্তরও জড়িত। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ