মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈশ্বিক খাদ্যসংকট মোকাবিলায় ৩০ বিলিয়ন ডলারের (৩ হাজার কোটি ডলার) জরুরি তহবিল ঘোষণা করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৫৮ হাজার কোটি টাকা। আগামী ১৫ মাসের মধ্যে এ তহবিল বিতরণের পরিকল্পনাও নিয়েছে সংস্হাটি। এ তহবিল থেকে সংস্হাটির সদস্য দেশগুলোকে ১২ বিলিয়ন ডলার নতুন প্রকল্পে দেওয়া হবে। বাকি ১৮ বিলিয়ন ডলার চলমান খাদ্য ও পুষ্টিসহায়তা বিষয়ক প্রকল্পে বাড়তি অর্থায়ন করা হবে। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তর থেকে এ তহবিলের ঘোষণা দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্হাটি জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। দুই দেশ বিশ্বের অন্যতম প্রধান দানাদার শস্যের রপ্তানিকারক হলেও, যুদ্ধের কারণে তাদের রপ্তানি ব্যাহত হচ্ছে। আর তাই বৈশ্বিক খাদ্যসংকটের এ হুমকি মোকাবিলায় ৩০ বিলিয়ন ডলার ঋণসহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
ইতিমধ্যে খাদ্য ও পুষ্টিসহায়তা বিষয়ক যেসব প্রকল্প অনুমোদন পেয়েছে, কিন্তু অর্থ ছাড় হয়নি সেসব প্রকল্পে এই অর্থ ছাড় করবে বিশ্বব্যাংক। এ অর্থায়ন খাদ্য ও সার উৎপাদনকে উৎসাহিত করবে। সেই সঙ্গে খাদ্য ব্যবস্হার উন্নয়ন, বৃহত্তর বাণিজ্যকে সহজতর করা এবং দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলোকে সহায়তা করবে। বর্তমানে বিশ্বব্যাংকের সদস্য দেশ ১৮৯টি। এর মধ্যে যেসব দেশে খাদ্য ও পুষ্টিসহায়তা বিষয়ক বিভিন্ন প্রকল্প চলমান আছে, সেসব দেশ এই তহবিল থেকে সহায়তা পাবে। নতুন প্রকল্পে যে ১২ বিলিয়ন ডলার ঋণসহায়তা দেওয়া হবে, সেখানে দরিদ্র দেশগুলো অগ্রাধিকার পাবে। সূত্র : আরব উইকলি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।