Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত ছাগল জবাই করে গরুর রক্ত মাখিয়ে বিক্রির দায়ে কসাই আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ৭:৪৩ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মৃত ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগে নজরুল ইসলাম (৪৮) নামে এক কসাইকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের ভেতরে মরা ছাগল জবাই করে তিনি গেটের সামনে বিক্রির চেষ্টা করছিলেন বলে জানা গেছে। স্থানীয়রা দেখে ফেলে তাকে হাতেনাতে আটক করে।

অতঃপর মারধর করে পুলিশে দেন। আটক নজরুল ইসলাম উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ধনিবস্তী মহাজনহাট গ্রামের শরিফ উদ্দীনের ছেলে।বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল গফুর বলেন, সকালে উপজেলা পরিষদের ভেতরে মৃত ছাগল জবাই করার পর ওই ছাগলের গায়ে গরুর রক্ত মেখে মাংস বিক্রির সময় স্থানীয়রা দেখে ফেলেন। পরে মৃত ছাগল ও কসাইকে আটক করে আমিসহ উপস্থিত লোকজন বালিয়াডাঙ্গী থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ছাগলটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

বিষয়টি ইউএনওকে মুঠোফোনে অবগত করার পর তিনি ছুটিতে থাকার কারণে আগামী রবিবার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, কসাই নজরুল ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে। ইউএনওর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ