মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মোহাম্মদ জহুর নামে পাকিস্তানের এক ধনকুবের ইউক্রেনকে দুটি যুদ্ধ বিমান কেনার টাকা দান করেছেন। একসময় ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রকাশিত পত্রিকা কিয়েভ পোস্টের প্রকাশক ছিলেন এই পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী ।
তার স্ত্রী ইউক্রেনীয় গায়িকা কামালিয়া জহুর সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন। কামালিয়া জানান, তার স্বামী এবং তার ধনী বন্ধুরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে নীরবে সাহায্য করছে। তার স্বামী ইউক্রেনের বিমান বাহিনীর জন্য দুটি জেট বিমান কিনতে অর্থ-সাহায্য করেছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনে বসবাসরত জহুর দেশটির নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যাপারেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। জহুর যুক্তরাজ্য এবং ইউরোপের অন্যান্য জায়গায় ইউক্রেনের শরণার্থীদের সরিয়ে নিতে তহবিল সংগ্রহ এবং সহায়তা করার চেষ্টা করেন বলেও জানা গেছে। ইউক্রেনীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়া নিশ্চিত করতে বিভিন্ন অঞ্চলের প্রধানসহ অন্যান্য প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ অব্যাহত রেখেছেন তিনি।
গত মার্চে আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনকে সাহায্য করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান জহুর। তিনি বলেন, ‘পশ্চিমা, ইউক্রেন ও রুশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো দেখার পর আমি খোলাখুলিভাবে ইউক্রেনের পক্ষ নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি, কারা সত্য বলছে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারছি। ইউক্রেনের পক্ষে কথা বলার এখনই সময়। ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কথা না বললে প্রতিটি বড় দেশ তার পাশের প্রতিবেশী দেশকে গ্রাস করে ফেলবে’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।