Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ কৃষক নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মে, ২০২২, ২:০১ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামে বাদাম তোলার সময় বজ্রপাতে তিন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত এবং আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সুন্দর পাহাড়ি গ্রামে বাদাম ক্ষেতে বাদাম তুলছিলেন কৃষকরা। দুপুরের দিকে পচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে কৃষকরা নিরাপদ স্থানে যাওয়ার আগেই বজ্রপাতে তিনজন নিহত হন। সঙ্গে থাকা আরো ৪ জন গুরুতর আহত হন।

ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, নিহত ও আহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ