Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডে পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ১২:০০ এএম

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চরম ব্যর্থতার পর এই সংস্করণ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে বিসিবি। দলে আসে অনেক অদল-বদল। এক সিরিজ পর বাদ পড়াদের কেউ কেউ অবশ্য আবার ফিরেও আসেন। আগামী বছরই ক্ষুদ্র ফরম্য্যাটের আরেকটি বিশ্বকাপ। বাংলাদেশের জন্য যা হতে যাচ্ছে ভীষণ চ্যালেঞ্জিং। অস্ট্রেলিয়ার কন্ডিশন অনেক ভিন্ন থাকায় প্রস্তুতিও সে অনুযায়ী নেওয়ার চাহিদা আছে। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার বলয় ছিঁড়তে জোর প্রস্তুতি নেবে এবার বাংলাদেশ।
বাংলাদেশ এখন ব্যস্ত চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে। বড় দৈর্ঘ্যের ক্রিকেটের লড়াইয়ের মধ্যেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এলো সংক্ষিপ্ত সংস্করণের ঢেউ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন বোর্ডের বিশ্বকাপ পরিকল্পনার বিস্তারিত। সামনের ৬ মাসে এই সংস্করণে অনেক ম্যাচ খেলার সুযোগ পাবে দল। এছাড়াও বিশ্বকাপের ঠিক আগে অ্যাডিলেডে হবে ক্যাম্প। প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ, যেখানে সম্ভাব্য তৃতীয় দল পাকিস্তান, ‘আপনারা এর মধ্যে জানেন কতগুলি টি-টোয়েন্টি ম্যাচ খেলব, কতগুলি আন্তর্জাতিক সিরিজ আছে। ১৬টির বেশি টি-টোয়েন্টি খেলব। এটাই বিশাল প্রস্তুতি, আলাদা ক্যাম্প লাগছে না প্রস্তুতির জন্য। খেলার মধ্যেই থাকব। যেটা আমরা করছি, অ্যাডিলেডে একটা ক্যাম্প হবে, আর নিউ জিল্যান্ডে একটা ত্রিদেশীয় সিরিজ খেলব আমরা। অস্ট্রেলিয়ায় ৭-৮ দিন ক্যাম্প করেই আমরা চলে যাব নিউজিল্যান্ডে। সেখানে ক্রাইস্টচার্চে হবে ত্রিদেশীয় সিরিজ। তৃতীয় দল এখনও চ‚ড়ান্ত হয়নি। খুব সম্ভবত পাকিস্তান হবে।’
জালাল ইউনুস জানালেন, ৬-৭ অক্টোবরের দিকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। প্রাথমিক পর্বে সবাই পরস্পরের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ। এছাড়াও অ্যাডিলেডে প্রস্তুতি ক্যাম্পে ওই রাজ্যের দল সাউথ অস্ট্রেলিয়া রেডব্যাকসের সঙ্গে দুটি ম্যাচ আয়োজন করা হবে বলেও জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে বিশ্বকাপের প্রথম ম্যাচের ভেন্যু ব্রিসবেনে যাবেন মাহমুদউল্লাহরা। বিশ্বকাপে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে অ্যাডিলেডে, প্রতিপক্ষ সেখানে ভারত ও পাকিস্তান। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর, বাছাই পেরিয়ে আসা দলের বিপক্ষে হোবার্টে। তার আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ আছে বাংলাদেশের। আগস্ট-সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রিদেশীয় সিরিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ