Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মার্চে ত্রিদেশীয় সিরিজ জাতীয় দলের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

সবকিছু ঠিকই ছিল। ফিফা উইন্ডোতে ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে স্বাগতিকদের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু জাতীয় দলের সবাই করোনাভাইরাস টিকা না নেওয়ায় ম্যাচ দু’টি হয়নি। তবে আগামী মার্চের তৃতীয় সপ্তাহে পরবর্তী ফিফা আন্তর্জাতিক ক্যালেন্ডারে খেলতে বদ্ধপরিকর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই সময় ত্রিদেশীয় ফুটবল সিরিজ হওয়ার ইঙ্গিতও দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ। যাদের টিকা নেওয়া হয়নি এরই মধ্যে তাদের ব্যবস্থা করে তা দেওয়া হচ্ছে। ম্যাচ খেলার জন্য ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, লাওস ও কম্বোডিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাফুফে। সোহাগ গতকাল বলেন, ‘আগামী মার্চে আমরা ফিফা প্রীতি ম্যাচ খেলবো। পাঁচটি দেশের সঙ্গে কথা চলছে। এমনও হতে পারে সুযোগ মিললে তিন দেশ নিয়ে সিরিজও খেলতে পারি। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে সবকিছু ঠিক হবে বলে আশা করছি। এছাড়া খেলোয়াড়দের টিকা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।’ প্রীতি ম্যাচ বা সিরিজ বাংলাদেশে কিংবা সুবিধা মতো যেকোনও দেশে হতে পারে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্চে ত্রিদেশীয় সিরিজ জাতীয় দলের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ