নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বেশ ক’দিন থেকেই আয়ারল্যান্ডের আকাশ ভারী হয়ে আছে কালো মেঘে। সেটি বারি হয়ে ঝরলো বুধবার। আর তাতে অনুশীলনই করতে পারেননি বাংলাদেশ দল। বৃহস্পতিবার সেটি রূপ নেয় ভারী বর্ষনে।
সকাল থেকে কয়ক দফায় বৃষ্টি হয়েছে ম্যালাহাইডে। বেরসিক সেই বৃষ্টি পুরো তলিয়ে রাখল ডাবলিনের ‘দ্য ভিলেজে গ্রাউন্ড’। যেখানে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ার্যলান্ডের মুখেমুখি হবার অপেক্ষায় বাংলাদেশ।
লম্বা সময় অপেক্ষার পর বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় সেন্টার উইকেট থেকে কাভার সরানো শুরু হয়েছিল। ঠিক সে সময়ে আবার বৃষ্টি নামলে আর কাভার সরানো যায়নি। টসের জন্য অপেক্ষা আরও বাড়ল।
বৃষ্টি থামলে কার্টেল ওভারে খেলা হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে গত ম্যাচের একাদশ থেকে কিছুটা পরিবর্তন হতে পারে বাংলাদেশ একাদশে। অফস্পিনার মেহেদী হাসান মিরাজের জায়গায় রুবেল হোসেনকে একাদশে দেখা যেতে পারে।
নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬ রানে হেরেছে আয়ারল্যান্ড। আর বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছে সেই উইন্ডিজকেই উড়িয়ে। ৩০ বল বাকী থাকতেই ৮ উইকেটের জয় পায় টাইগাররা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।