বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নিখোঁজ হওয়ার দু’দিন পর মানসিক প্রতিবন্ধি চন্দ্রবান বিবি (৬৫) নামে এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে ওই নারীর লাশ সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে। এর আগে উপজেলার কালাইউরি বিল থেকে নিহত ওই বৃদ্ধার লাশ ভেসে উঠলে খবর পেয়ে উদ্ধার করে পুলিশ। নিহত ওই বৃদ্ধা সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর (নোয়াগাঁও) গ্রামের মৃত আরাফাত আলী স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত বৃদ্ধা চন্দ্রবান বিবি ছাতক পৌর এলাকার বাগবাড়ী এলাকায় বসবাস করতেন। গত শনিবার তিনি নিখোঁজ হলে পরদিন রোববার ছাতক থানায় একটি সাধারন ডায়রী করা হয়। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত চন্দ্রবান বিবি’র কন্যা করফুল বেগমের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।