মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
১০০ মিলিয়ন মার্কিন ডলার লোন দিতে ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে সই করেছে জাপান। এ ছাড়া এশিয়ার এ দেশটিতে যুদ্ধের কারণে পালিয়ে আসা ইউক্রেনীয়দের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
সোমবার (১৬ মে) জাপানের ওয়েল ফেয়ার মিনিস্ট্রি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি থেকে দেওয়া বিবৃতিতে এ কথা জানানো হয়।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জানায়, বিশ্বব্যাংকের সঙ্গে মিলে এই অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। এই অর্থ ইউক্রেনের বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। এই অর্থের কোনো অংশই কিয়েভ সামরিক কাজে ব্যয় করতে পারবে না।
জাপানের ওয়েলফেয়ার মিনিস্ট্রি জানায়, ইউক্রেনে রাশিয়া আক্রমণ চালানোর পর যে সব মানুষ পালিয়ে জাপানে আশ্রয় নিয়েছেন তাদের বিশেষ ব্যবস্থায় চাকরি দেওয়া হবে। তথ্যসূত্র : আল-জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।