Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতার আদালতে পি কে হালদার, ১৪ দিনের রিমান্ড আবেদন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মে, ২০২২, ১:৩৭ পিএম

গ্রেফতারের পর রিমান্ড শেষে বাংলাদেশে অর্থ কেলেঙ্কারির অন্যতম হোতা প্রশান্ত কুমার হালদারকে কলকাতার আদালতে তোলা হয়েছে। নতুন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা (ইডি)।

মঙ্গলবার (১৭ মে) পি কে হালদারকে কলকাতার নগর দায়রা আদালতে তুলেছে দেশটির তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গত শনিবার থেকে তাকে রিমান্ডে নেওয়ার পর মামলার কী অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে জানানোর পাশাপাশি আরও ১৪ দিন পি কে হালদারকে তাদের রিমান্ডে রাখার আবেদন করে ইডি।

আদালতকে ইডির পক্ষ থেকে তদন্তে অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার ও আত্মসাতের মামলার পলাতক আসামি পি কে হালদার সম্প্রতি পশ্চিমবঙ্গে ইডির হাতে গ্রেফতার হয়। যা নিয়ে ভারত-বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গ্রেফতারের পর তিন দিন ধরে পি কে হালদার ও তার সঙ্গে গ্রেফতার পাঁচ সহযোগীদের দফায় দফায় জেরা করেছে ইডি।

মাঝে তাদের হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পি কে হালদার নিজের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, যে কোনো মূল্যে তিনি দেশে ফিরতে চান।

দেশটিতে পি কে হালদারের বিপুল সম্পদের খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন ইডি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ