Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক, কবি শেখ হামিদুল হক-এর ৫৯তম জন্মদিন

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

১৬ নভেম্বর ছিল সাংবাদিক, কবি শেখ হামিদুল হক-এর ৫৯তম জন্মদিন। ১৯৫৭ সালের ১৬ নভেম্বর যশোর জেলায় জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ব্যবসায়ী ও সাংবাদিক।
ছাত্রজীবন থেকে লেখালেখির হাতে খড়ি। মূলত গল্প লেখার মাধ্যমে তার সাহিত্যাঙ্গণে পদার্পণ। বর্তমানে দেশের জাতীয় পত্রিকায় নিয়মিত লিখে চলেছেন। দেশে ও দেশের বাইরে বিভিন্ন গণমাধ্যম, লিটলম্যাগেও তার লেখা নিয়মিত প্রকাশিত হয়। তার গল্পের বই ‘নষ্ট কষ্ট যখন’ প্রথম প্রকাশ ২০১৪ একুশে বইমেলায়। এছাড়াও বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ আছে। বর্তমানে তিনি বিদ্রোহী সাহিত্য পরিষদ যশোর-এর সম্মানিত সদস্য, ‘বাংলাদেশ কবিতা কংগ্রেস’ যশোর জেলা কমিটির সহ-সভাপতি ও মধুসূদন সাহিত্য গোষ্ঠী যশোর-এর সাধারণ সম্পাদক। তার সম্পাদিত সাহিত্যপত্র ‘অরিন্দম’। সাপ্তাহিক ‘রোববার’ এর যশোর জেলা প্রতিনিধি। এ ছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন