Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১০:৩৮ এএম

সোমবার রাতে দিনাজপুর সেতাবগঞ্জ সড়ক ট্রাকচাপায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বিরল উপজেলার রঘুনাথপুর চেয়ারম্যান বাড়ি এলাকায়। বিরল থানার ডিউটি অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলো রাকিবুল ইসলাম (৬২) পিতা আব্দুল আজিজ, গ্রাম ছোট বালিয়ারা, বোচাগঞ্জ নওয়াজিম (১৬) পিতা শাহেদ আলম, গ্রাম মিস্ত্রিপাড়া ও সাদবিন (৩০) পিতা ওসমান গনি রঘুনাথপুর উভয় রানীশংকৈল উপজেলা। নিহতরা মোটরসাইকেলযোগে মঙ্গলপুর এর দিকে আসছিল। এসময় একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করে। পরে মুকুল মঙ্গলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল করেন। মৃতদেহগুলি বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এর মাধ্যমে সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ