Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করল সহপাঠীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১২:০২ এএম

নাইজেরিয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অযুহাত তুলে এক স্কুল ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করলো সহপাঠীরা। তাকে স্কুল থেকে বের করে এনে পেটানো হয় এবং পাথর মারা হয়। এক পর্যায়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় সকোটো এলাকার একটি স্কুলে এই ঘটনাটি ঘটে। খবরে জানানো হয়, নিহত ওই শিক্ষার্থীর নাম দেবোরাহ ইয়াকুবু। তিনি ইসলামের মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ হামলাকারীদের। ওই হত্যাকাণ্ডের পর স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলার আশঙ্কা করে আগেই একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন ইয়াকুবু। কিন্তু তাকে জোরপূর্বক সেখান থেকে বাইরে নিয়ে আসা হয়। এরপর তাকে হত্যা করা হয় এবং ভবনে আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রদেশটির গভর্নর আমিনু টামবুয়াল। এক ভিডিওতে দেখা গেছে হত্যার পর হত্যাকারীরা তার মরদেহের পাশে দাঁড়িয়ে উল্লাস করছে। এখন পর্যন্ত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় যুক্ত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ