Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদ্রাসায় জাতীয় সংগীত বাধ্যতামূলক উ.প্রদেশে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০২২, ১২:০২ এএম

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যটির সমস্ত মাদ্রাসায় দেশটির জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করল যোগী আদিত্যনাথের সরকার। সেক্ষেত্রে ক্লাস শুরুর আগে শিক্ষক ও শিক্ষার্থী- সকলকেই ‘জন গণ মন অধিনায়ক জয় হে...’ এই জাতীয় সংগীত গাইতে হবে। এক সরকারি নির্দেশিকায় একথা জানিয়েছেন ‘উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’। সেখানে সরকার স্বীকৃত, সহায়তা প্রাপ্ত, সরকারি সহায়তা প্রাপ্ত নয়- এমন সব ধরনের মাদ্রাসাগুলিকেই এই নির্দেশিকা বাধ্যতামূলক ভাবে পালন করতে বলা হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার এস.এন.পান্ডের স্বাক্ষরিত এ-সম্পর্কিত একটি নির্দেশিকা গত ৯ মে রাজ্যটির সব জেলার সংখ্যালঘু উন্নয়ন দফতরের কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে গত ২৪ মার্চ বোর্ড মিটিং’এ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন শিক্ষাবর্ষে সমস্ত মাদ্রাসাগুলিতেই শিক্ষক এবং পুরুষ ও নারী শিক্ষার্থী- সকলকেই একসঙ্গে ক্লাস শুরুর আগে প্রেয়ার করার সময় তাদের জাতীয় সংগীত গাইতে হবে। ওই নির্দেশিকায় আরও জানানো হয় ‘রমজান মাসের কারণে ৩০ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মাদ্রাসাগুলিতে ছুটি ঘোষণা ছিল। ফলে ১২ মে বৃহস্পতিবার থেকে নিয়মিত ভাবে ক্লাস শুরু হয়। আর সেই কারণেই ওই দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর করা শুরু হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ