প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আরো একটি সিনেমাতে জুটিবদ্ধ হলেন শবনম ইয়াসমিন বুবলী ও জিয়াউল হক রোশান। সিনেমাটির নাম ‘প্রেম পুরান’। এটি যৌথ ভাবে পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার। সিনেমাটিতে অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর সম্পন্ন করেছেন রোশান-বুবলী।
এই প্রসঙ্গে রোশান বলেন, ‘পরিচালক ও প্রযোজকরা আমাদের দুজনকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী হচ্ছেন। আমারও মনে হচ্ছে বুবলীর সঙ্গে আমার চমৎকার একটা বোঝাপড়া তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই আরামদায়ক।’
সহশিল্পী হিসেবে বুবলী কেমন? এমন প্রশ্নের জবাবে রোশানের ভাষ্য, ‘বুবলীর সময়জ্ঞান ও সিরিয়াসনেস আমার ভীষণ ভালো লাগে। একজন সহশিল্পী যখন যে কোনো কাজের ক্ষেত্রে আন্তরিক থাকেন, তখন কাজ করেও বেশ মজা পাওয়া যায়।’
পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, ‘বুবলি ও রোশান সময়ের দুই উজ্জ্বল তারকা। গল্পের চরিত্রের সঙ্গে তাদের মানানসই মনে হয়েছে।’
উল্লেখ্য, গত বছর ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘চোখ’ ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ শুরু করেন রোশান-বুবলী। এরপর তারা জুটি বেঁধেছেন ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’ ও ‘মায়া : দ্য লাভ’ সিনেমায়। বর্তমানে সিনেমাগুলো নির্মাণাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।